চরভদ্রাসন খাবার হোটেরে ভ্রাম্যমান আদালতের অভিযান ৫ হাজার টাকা জরিমানা আদায়

১১৫

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রান উপজেলা সদর বাজারের বিভিন্ন খাবার হোটেলে গত বুধবার সন্ধায় ইউএনও তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এবং ক্যাবের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ময়লা, আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যজাত দ্রব্য তৈরী ও বিক্রির দায়ে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৩২) ধারায় এসব জরিমানা করা হয়। অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা ক্যাবের সাধারন সম্পাদক আসলাম বেপারী ও মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন প্রমূখ।
জানা যায়, পবিত্র মাহে রমজানের শুরু থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজারের খাবার হোটেলে ময়লা, আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল সামগ্রী দিয়ে ইফতার তৈরী ও বিক্রি করা হচ্ছে। তাই বাজারের বিভিন্ন খাবার হোটেলে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত মৃদুল কুমার এর হোটেলে নগদ ৩ হাজার টাকা এবং বাবু হোসেনের হোটেলে আরও ২ হাজার টাকা সহ মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এই বিভাগের আরও সংবাদ