ফরিদপুরের নগরকান্দায় গৃহবধুর লাশ উদ্ধার

৬২৭

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের নগরকান্দায় গৃহবধূ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধু উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামের আবু সাইম মোল্যার স্ত্রী রেশমা বেগম (৩৫)।

- Advertisement -

রবিবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

গৃহবধুর ছেলে ছামির বলেন, রবিবার দুপুর দুইটার দিকে আমি ঘরে গেলে মা গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে দেখতে পাই। তখন চিৎকার করলে প্রতিবেশীরা এসে মাকে নামিয়ে হাসপাতালে নেয়। ততক্ষণে আমার মা মারা যান। বিকালে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ