দুর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি এর আলোকে দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ

২৮০

গাজী আদনান: নিজেস্ব প্রতিনিধি
আজ ১৮ই জানুয়ারি (মঙ্গলবার ) আটুলিয় ইউনিয়ন পরিষদের সচিব জি এম আবু সায়েম এর সভাপতিত্বে-(USAID)এর অর্থয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃ দ্ধি প্রকল্প ইউ এস এ আই ডির (USAID) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে এস ওডির আলোকে দ্বায়িত্ব ও কতব্য বিয়ষক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ১০নং আটুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল গফুর,সাইফুল আলম, সংরক্ষিত সদস্য হালিমা খাতুন ও সালমা ওদুদ উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সি ডি এফ দেবব্রত মন্ডল ও আদনান জেব । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং আটুলিয়া ইউনিয়নের ওয়ার্ড ডি এম সি (WDMC) সদস্যগন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপংকর সাহা.

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ