বাঁশখালীতে পাত্রী দেখার কথা বলে সিএনজি চুরি।

৫৭৪

মুহাম্মদ আনিচুর রহমান, চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের বাঁশখালীতে পাত্রী দেখার জন্য সিএনজি ভাড়া করে পাত্রীর বাড়িতে সিএনজি ড্রাইভার কে রেখে ড্রাইভার মোবাইল নিয়ে কথা বলবে বলে অভিনব কায়দায় সিএনজি নিয়ে পালালো চোরচক্র।
ঘটনাটি ঘটেছে ৭ জানুয়ারি ২০২২ সকাল ১০ টায় বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমচড়া করল্যামুড়া নামক স্থানে।
একই জায়গা থেকে গত মাসের ১২ ডিসেম্বর ২০২১ দিবাগত রাত ২:৩০ মিনিটের দিকে বরুমচড়া নুরুল ইসলামের গ্যারেজ থেকে আরও একটি সিএনজি অটোরিকশা চুরি হয়ে যায়।

ভুক্তভোগী সিএনজি অটো রিক্সার ড্রাইভার মোহাম্মদ কাইয়ুম বলেন, আমার বাড়ি কর্ণফুলী থানায়, আমি দক্ষিণ চট্টগ্রামের রাস্তায় সি এন জি চলায়, গত ৭ জানুয়ারি ২০২২ শুক্রবার সকাল ১০ টায় অচেনা একটি লোক আমার গাড়িটি রির্জাভ ভাড়া করে বাঁশখালীর গুনাগরী স্টেশনে আসি। ওখান থেকে আগের উল্লেখিত মেয়ের বাড়িতে গেলে সে আমার মোবাইল টা কথা বলবে বলে নিয়ে বের হয়ে গাড়ি সহ নিয়ে পালিয়ে যায়। আমি এটা বিচার চাই।

- Advertisement -

এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির নিশ্চয়তা দিয়েছেন বাঁশখালী থানা প্রশাসন।

এই বিভাগের আরও সংবাদ