পঞ্চমধাপে হবে শ্যামনগরের তিন ইউনিয়নে নির্বাচন

২৫৬

দৈনিক সময় ডেস্ক:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ টি ইউনিয়নে ৪র্থ ধাপের নির্বাচনের পর ৫ম ধাপে বাকি তিনটি ইউনিয়নে ভোট হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন৷ পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি ৭০৭ ইউনিয়ন পরিষদে ভোট হবে।
শনিবার সকালে কমিশনের ৯০তম বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই- বাছাই ৯ ডিসেম্বর। আপিল ১০-১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৩ ও ১৪ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর।

- Advertisement -

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে শ্যামনগর উপজেলার বাকি তিনটি ইউনিয়ন হলো ঈশ্বরীপুর, শ্যামনগর সদর ও ভুরুলিয়া।

এই বিভাগের আরও সংবাদ