হাতীবান্ধায় বাল্যবিবাহ দায়ে বরের ৩ মাসের কারাদন্ড।

২২৯

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ে করতে এসে বিয়ের আসর থেকে বর রতন মিয়াকে (২০) গ্রেফতার করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

- Advertisement -

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রতন মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় কনের বাড়িতে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন এ রায় দেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, উপজেলার পশ্চিম সারডুবী এলাকায় নবী উদ্দিনের সপ্তম শ্রেনী পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে প্রশাসনসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যরা পালিয়ে গেলেও বর রতনকে আটক করা হয়। পরে বর রতন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার এসআই কমল জানান, শুক্রবার দুপুরে বর রতন মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ