বুড়িগোয়ালিনীতে সিসিডিবির উদ্দেগে মাটির রাস্তা উচুকরন ও আধুনিকায়ন
বুড়িগোয়ালিনী থেকে
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে বুড়িগোয়ালিনীতে মাটির সংযোগ রাস্তা আধুকায়ন উচুকরন কাজের উদ্বোধন।
(২০ জানুয়ারী) সকাল ৯ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের পুর্ব-পোড়াকাটলা গ্রামের অমল বৈদ্যর বাড়ি হতে কালিবাড়ির সামনে রাস্তা পর্যন্ত ১৯০০ ফুট মাটির দুর্যোগে বিপর্যস্থ রাস্তার (১০ ফুট মাথা, ৩ ফুট উচ্চতা এবং ১৯ ফুট গোড়া/তলা) সস্কারের মাধ্যমে আধুনিকায়ন করার লক্ষে কাজটি শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজটি উদ্বোধন করেন জনাব হাজী নজরুল ইসলাম, চেয়ারম্যান, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ । উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বিলাল হোসেন, ৯ নং ওয়ার্ডের ইউপি মেম্বার, সভাপতি উক্ত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জনাব স্বপন বিশ্বাস, সিসিডিবির উপজেলা সমন্বয়ক জনাব সুজন বিশ্বাস, এরিয়া ম্যানেজার জনাব হিউবার্ট বাড়ই, প্রকল্প ব্যবস্থাপক জনাব এস এম মনোয়ার হোসেন ও সিসডিবির অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। উক্ত রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী, সংস্কার করা হলে প্রায় ২০০ পরিবারের যাতায়াত সহজ অবাধ ও সময় ক্ষাপন লাঘব হবে।