ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) শেরপুর জেলা শাখার উদ্যোগে বিজয় দিবস উদযাপন

৪৪

শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন করেছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) শেরপুর জেলা শাখা কমিটি।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন WHRO শেরপুর জেলা শাখার সভাপতি শাহিদুর রহমান জর্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শেরপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী হাফেজ মোঃ রাশেদুল ইসলাম।

- Advertisement -

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি আশিস মিয়া, সাধারণ সম্পাদক শেখ আহমেদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মাধুর্য, সাংগঠনিক সম্পাদক সাদমান হাফিজ রিবাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাদিউল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বিজয়ের চেতনাকে ধারণ করে মানবাধিকার রক্ষায় সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মানবিক মূল্যবোধ জাগ্রত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ