নওগাঁর নিয়ামতপুরে ১১ বছর বয়সী শিশু মমতা নিখোঁজ

১৮৩

সময় অনলাইন ডেস্ক:

১১ বছর বয়সী মমতা দুইদিন ধরে নিখোঁজ থানায় জিডি করেও মেলেনি কোন সন্ধান। গেল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি এই শিশুটি। 

 

- Advertisement -

নিখোঁজ মমতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে। শিশুটির বাবা মিনহাজুল, বলেন একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে বের হয়, তার পর থেকেই নিখোঁজ।

 

মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধু ধোঁয়াশা। পঞ্চম শ্রেণী পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশেহারা পরিবার, বাকরুদ্ধ স্বজনরাও। খুঁজ পেতে সাধারণ ডায়েরি করা হয়েছে থানায় কিন্তু কোন খোঁজই নেই মেয়েটির। সন্দেহজনক জায়গায় আশপাশের পুকুর ডুবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

 

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, গোয়েন্দা তথ্য বাড়িয়ে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ