নওগাঁয় জামায়াতে প্রার্থীর পক্ষ থেকে নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রম শুরু

৩১

প্রতিদেবদ: মির্জা তুষার আহমেদ 

নির্বাচনী আচরণবিধি অনুসরণে নওগাঁ শহরে ফেস্টুন, পোস্টার ও ব্যানারসহ সকল ধরনের প্রচার সামগ্রী অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট আ.স.ম সায়েম। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

- Advertisement -

অপসারণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য গোলাম কিবরিয়া, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট আব্দুর রহিম, পৌর জামায়াতের সেক্রেটারি আনোয়ার আলমসহ নেতাকর্মী।

 

এ সময় এ্যাড. আ.স.ম সায়েম জানান— সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে।

 

এদিকে শনিবার দুপুর ২টায় নওগাঁ নওজোয়ান মাঠে অনুষ্ঠিতব্য “ঐতিহাসিক ছাত্র ও যুব সমাবেশ” স্থগিত ঘোষণা করেছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ