নওগাঁয় ডিবির অভিযানে ১২০ ইয়াবাসহ চারজন গ্রেফতার
প্রতিবেদক: মির্জা তুষার আহমেদ
নওগাঁয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নওগাঁ সদর থানার দোগাছি এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো তথ্য অনুযায়ী, বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দোগাছি এলাকায় ইয়াবা ক্রয়–বিক্রয়ের তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় ডিবির একটি টিম। এসময় মাদক ব্যবসায়ী লাবনি (৪০)-এর কাছ থেকে ১০০ পিস ইয়াবা, একই এলাকার রানা (৩৩)-এর কাছ থেকে ১০ পিস এবং রিপন (৩৫)-এর কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে লাবনির সহযোগী এবং তার বোন আয়েশা ওরফে শিমু ওরফে জুইকেও পুলিশ গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার ক
রা হবে।
