নওগাঁয় ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১
মির্জা তুষার আহমেদ,নওগাঁ
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে জেলার বদলগাছি ও সাপাহার এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এক মাদককারবারিকে গ্রেপ্তার এবং আরও ২০০ পিস ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
ডিবি সূত্র জানায়, রাত ৮টা ২০ মিনিটের দিকে বদলগাছি থানার নওশাদ আলীর আমবাগানের পাশে সড়ক এলাকা থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নেহেরুল ইসলাম (৪৮) কে গ্রেপ্তার করা হয়। তিনি হাপানিয়া গ্রামের আফছার আলীর ছেলে।
এ ছাড়া একইদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাপাহার থানাধীন আমডাঙ্গা এলাকার সৈকতের আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। আগামী দিনে মাদক উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে।”
