নওগাঁয় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: মির্জা তুষার আহমেদ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় এই কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই)জেলা প্রশাসক ও বন বিভাগের আয়োজনে সকাল সাড়ে দশটায় ঢাকায় আন্দোলনে শহীদ বিপ্লব মন্ডলের স্মরণে বাইপাস চত্বরে একটি গাছ লাগানো হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনুল আবেদীন,সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ অনেকে।