নওগাঁ-২ আসনে নির্বাচনী প্রচারণায় এগিয়ে জামায়াত

১৬

প্রতিবেদক: মির্জা তুষার আহমেদ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। মাঠ পর্যায়ে জরিপে দেখা যাচ্ছে—বিএনপি’র চেয়ে অনেকটাই এগিয়ে জামায়াতে ইসলামী।

- Advertisement -

স্থানীয় সুধীসমাজ ও সাধারণ ভোটাররা বলছেন, দীর্ঘদিন বিএনপি ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে এবার পাল্টে গেছে সমীকরণ। মাঠ জরিপে দেখা যাচ্ছে, প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটার জামায়াতের প্রার্থীর দিকে ঝুঁকছেন। বিএনপি’র প্রার্থী বাছাইয়ে ‘ভুল সিদ্ধান্ত’কেই এ পরিবর্তনের মূল কারণ হিসেবে দেখছেন তৃণমূল নেতাকর্মীরা। তারা অভিযোগ করছেন, বিএনপির সাবেক সংসদ সদস সামসুজ্জোহা খানের বিরুদ্ধে অতীতে নানা অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘ ১৭ বছর তিনি ঢাকায় অবস্থান করেছেন। অন্যদিকে, জামায়াত স্থানীয় পর্যায়ে সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি’র দুর্বল সাংগঠনিক অবস্থার সুযোগে তারা ভোটারদের কাছে প্রভাব বাড়াতে সক্ষম হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি’র তৃণমূল নেতারা বলছেন, “এই আসনে যদি সৎ ও ত্যাগী নেতা আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে প্রার্থী করা হতো, তাহলে জামায়াতের পক্ষে সমীকরণ বদলানো কঠিন হতো।” বর্তমানে এলাকায় শিক্ষিত তরুণ ভোটার ও সাধারণ মানুষ বিএনপি’র পরিবর্তে জামায়াতের প্রার্থীর দিকেই ঝুঁকছেন বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ