জোর করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ
মির্জা তুষার আহমেদ,নওগাঁ
নওগাঁর ধামুরহাট উপজেলার কালুপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় এক নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ।
গত বৃহস্পতিবার (১২ জুন) রাতে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার (১৩ জুন শুক্রবার) দুপুরে বিজিবি খবর পেয়ে ভারতীয় নাগরিক আছিয়া (৪৫) উদ্ধার করে ধামইরহাট থানায় হস্তান্তর করেন।
উদ্ধারকৃত আছিয়া (৪৫) স্বামী রুহুল আমিন, যশোর জেলার শার্শা উপজেলার বালন্ড, (বারোপোতা)গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
