নওগাঁয় বিজিবির অভিযানে কষ্টি পাথরের ১৮টি মূর্তি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক:মির্জা তুষার আহমেদ
নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে ১৮টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি। রবিবার (২৫ মে) (১৬ বিজিবির) অভিযানে প্রায় ১০৮.২২৫ কেজি ওজনের ৪টি ও ৫৪৬.৬৫০ কেজি ওজনের ১৪টি কষ্টি পাথর সাদৃশ্য বিভিন্ন প্রকার মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম নির্দেশনায়, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম নেতৃত্বে ৩জেলার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযান চালায়। বিজিবি ঘোষণা করেছে উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিগুলো নওগাঁর বদলগাছী পাহাড়পুর, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, রাখা হবে।
২৫ মে আনুষ্ঠানিকভাবে জাদুঘর,কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। বিজিবি বলেন,এই মূর্তিগুলো শুধু প্রাচীন শিল্পকলার নিদর্শনই নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী এই কষ্টিপাথরের মূর্তিগুলো আমাদের অতীত সভ্যতা, ধর্মীয় বিশ্বাস এবং শিল্পবোধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এদের সংরক্ষণ কেবল একটি প্রশাসনিক কর্তব্য নয়, এটি জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা। আমরা চাই এসব ঐতিহাসিক নিদর্শনগুলো রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত হোক, যাতে সাধারণ দর্শক, গবেষক এবং ভবিষ্যৎ প্রজন্ম এগুলো থেকে শিক্ষা ও অনুপ্রেরণা নিতে পারে। মূর্তিগুলো জাদুঘরে সংরক্ষণের ফলে সাধারণ জনগন দেখার সুযোগ পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতির চেতনা জাগ্রত হবে।