বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময়

৯৮

ঢাকা : বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের আমন্ত্রণে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও যুগ্ম মহাসচিব মাহাদীর হাসান মল্লিক।

বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা দেশের মানবাধিকার পরিস্থিতি ও সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

- Advertisement -

রাষ্ট্রপতি তাঁদের উদ্যোগের প্রশংসা করেন এবং দেশের কল্যাণে মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই বিভাগের আরও সংবাদ