নওগাঁর সাপাহারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল শিক্ষার্থী নিহত

২৫৪

নিজস্ব প্রতিবেদক: মির্জা তুষার আহমেদ

নওগাঁর সাপাহারে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক জন নিহত দুই জন আহত। সোমবার (৩১মার্চ) দুপুরে সাপাহার উপজেলার মিরাপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

 

- Advertisement -

নিহত সাহীন আলম পোরশা উপজেলার গ্রামের বাসিন্দা, বাকি আহতরা হলেন সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়ন আলাদিপুর গ্রাম, আরেকজন পোরশার দোয়ারপালের,সবাই স্কুল শিক্ষার্থী বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত দুইজনকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, একজনের আশঙ্কা জনক অবস্থা দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এই বিভাগের আরও সংবাদ