নওগাঁয় হাদির দ্রুত বিচার দাবিতে রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার দাবিতে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মহাদেবপুর উপজেলার মাছ চত্বর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
‘মহাদেবপুর ঐক্যবদ্ধ প্রতিরোধ মঞ্চ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সচেতন ছাত্রসমাজ, সাধারণ নাগরিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’সহ বিভিন্ন স্লোগান দেন।
একই সময়ে জুমার নামাজ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ-৩ আসনের এমপি প্রার্থীও বিক্ষোভ সমাবেশে অংশ নেন এবং শরিফ ওসমান হাদি হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
