রাজধানীতে নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫৪

সময় অনলাইন ডেস্ক:

রাজধানীর পল্লবীর বালুরমাঠ ইস্টার্ন গার্ডেন গ্রিনসিটির তৃতীয় তলায় এক নারী সাংবাদিক গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

 

- Advertisement -

মঙ্গলবার সন্ধ্যার দিকে তাঁকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে আসা হয়েছে।

 

পল্লবী থানার উপ-পরিদর্শক (এস আই) আ. কাইয়ুম জানান, গতরাতে ওই নারী সাংবাদিক পল্লবীর গ্রিন সিটির একটি ভবনের তৃতীয় তলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় বলে আমাদের কাছে অভিযোগ করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ সন্ধ্যার দিকে তাঁকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এসআই আ. কাইয়ুম।

 

এই বিভাগের আরও সংবাদ