ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ আটক ১

২৪

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

- Advertisement -

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

 

আটক ব্যক্তি ধামইরহাট উপজেলার কৈগ্রাম গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে উদ্ধারকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, নওগাঁ ও জয়পুরহাট জেলার ধামইরহাটসহ সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ