ভারতে পাচারকালে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার
মির্জা তুষার আহমেদ,নওগাঁ:
ভারত পাচারের সময় সাদৃশ্য একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২১মার্চ) নওগাঁ জেলার পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় একটি কষ্টিপাথের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ, প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মোঃ সুলতান মাহমুদ শেখ জানান, শুক্রবার রাতে পোরশা থানাধীন সীমন্ত দিয়ে ভারতে কুষ্টি পাথরের বিষ্ণুমূর্তি চোরাচালন হতে পারে গোয়েন্দা তথ্য আসলে নওগাঁ (১৬ বিজিবি) ভারত সীমন্ত পিলারের ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ৬০ কেজি ওজনের ০১টি কষ্টিপাথর সাদৃশ বিষ্ণু মূর্তি ফেলে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত কাওকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
ভবিষ্যতেও এই ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি আরও তৎপর হবে।