চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৪ জেলেকে ১৫ দিন কারাদণ্ড

২২

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় চার জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

 

- Advertisement -

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর গ্রামের মো. আসলাম মণ্ডল (৪৫), সুজানগর উপজেলার হান্নান মোল্লা (৪৩), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মো. বাবুল ইসলাম (২৮), রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মো. আবু সাঈদ (৩৩)।

 

জাটকা রক্ষায় যৌথ অভিযানে অংশ নেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, ক্ষেত্র সহকারী মুহাম্মদ শামিম আরেফিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. নাহিদুজ্জামান নাহিদ, উপজেলা ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সীসহ চরভদ্রাসন থানা পুলিশ সদস্যরা।

 

চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, সকাল থেকে উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ৫ হাজার মিটার কারেন্ট জাল, এক হাজার মিটার ব্যাটজাল, ২৭ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

 

তিনি বলেন, জাটকাগুলো স্থানীয় দুটি মাদরাসায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত নদীর পাড়ে জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ