চোটে আবার ছিটকে গেলেন নেইমার, খেলবেন এনদ্রিক
সময় অনলাইন ডেস্ক:
১৭ মাস পর ব্রাজিল দলে ফিরেছিলেন নেইমার। কিন্তু মাঠে নামার আগে চোটে আবার ছিটকে পরেছেন তিনি। আগামী ২০ মার্চ কলম্বিয়া ও ২৫ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ব্রাজিল দলে ডাক পেলেও চোটের কারণে তিনি আর খেলতে পারছেন না।
গত ২ মার্চ ব্রাগান্টিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ের ম্যাচে পেশির চোট পান নেইমার। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে যে, চোটের কারণে নেইমারের সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন ও ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার দানিলোও।
তাদের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক, লিওঁর গোলরক্ষক লুকাস পেরি এবং ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার আলেক্স সান্দ্রো।
ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র এক বিবৃতিতে বলেছেন, “প্রাথমিক স্কোয়াড ঘোষণার পর থেকেই আমাদের মেডিকেল টিম চোটগ্রস্ত খেলোয়াড়দের অবস্থা পর্যবেক্ষণ করছিল। নেইমার, দানিলো ও এডারসনের চোটের গভীরতা বিবেচনা করে আমরা তাদের বদলে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে নিয়েছি।”
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে শীর্ষ ছয়ে থাকতে হবে। তাই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচগুলো ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।