বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটিতে বীর উত্তম এ কে খন্দকারের নামকরণ অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেনছবি: আইএসপিআরবিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটিতে বীর উত্তম এ কে খন্দকারের নামকরণ অনুষ্ঠানে নামফলক উন্মোচন করেন আইএসপিআর। ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি কুর্মিটোলার নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার’ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের কুর্মিটোলার বিমানবাহিনীর ঘাঁটিতে এই নামকরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে কঠিন মুক্তিসংগ্রামের মাধ্যমে দেশকে বিজয়ের দিকে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বীর উত্তম এ কে খন্দকার