নওগাঁ ১৬ বিজিবির অভিযানে অর্ধকোটি টাকা মূল্যের একটি বৃষ্ণু মূর্তী উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: মির্জা তুষার আহমেদ
নওগাঁ ১৬ বিজিবি অধিনায়ক মোহাম্মদ আরিফুর ইসলাম মাসুম পিএসসি, এর সরাসরি দিক নির্দেশনায় ১৬ বিজিবি উপ-অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ পিএসসি, নিজে এই উদ্ধার কাজের নেতৃত্ব দেন।
১০ (এপ্রিল) সিভিল সোর্স এবং এসআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রামদাসপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারতে কষ্টি পাথরের বিষ্ণু মুর্তি চোরাচালান হতে পারে মর্মে অত্র ব্যাটালিয়নে গোয়েন্দা তথ্য আসে।
উক্ত তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ সুলতান মাহমুদ শেখ, পিএসসি এর নেতৃত্বে রামদাসপুর বিওপির একটি বিশেষ টহল দল বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ পশ্চিমে এবং সীমান্ত পিলার ২১৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে রামদাসপুর নামক স্থানে সেচ মেশিন ঘরের মধ্যে (জিআর নং-৩১৯৫১২, ম্যাপসীট নং-৭৮/ডি/৫) অভিযান পরিচালনা করে।
উক্ত সময় বিজিবি টহলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কষ্টি পাথর মূর্তিটি ফেলে ধান ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় কষ্টি পাথর সাদৃশ্য ৯৬.৫ কেজি ওজনের ০১ টি বিষ্ণু মূর্তি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৪৮,২৫,০০০/- (আটচল্লিশ লক্ষ পচিশ হাজার) টাকা নির্ধার করা হয়।
আটককৃত কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তিটির বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।